শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

এবার আমেরিকা-ইউরোপের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নিল রাশিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৪৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন হামলার জেরে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার জেরে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে রাশিয়া। দেশটি ঘোষণা দিয়েছে, রাশিয়ায় থাকা পশ্চিমা বিভিন্ন সংস্থা ও কোম্পানির তহবিল জব্দ করা হবে।

শনিবার এ সিদ্ধান্তের কথা জানান রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। খবর রয়টার্সের।

তিনি বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপানসহ বিভিন্ন দেশ ও সংগঠন। এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে রাশিয়াও তার দেশে থাকা বিদেশিদের সম্পদ বাজেয়াপ্তের সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

তিনি আরও জানান, বিদেশি নাগরিক ও বিদেশি কোম্পানির তহবিল জব্দ করে পশ্চিমাদের জবাব দেবে রাশিয়া।

প্রসঙ্গত, ইউক্রেন হামলার জেরে রাশিয়ার বেশ কিছু ব্যাংক ও ব্যবসায়ীর পাশাপাশি প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। এছাড়াও আর্থিক, প্রযুক্তি ও বাণিজ্য খাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রুশ গ্যাস পাইপলাইন প্রকল্পের টাকাও বাজেয়াপ্ত করেছে পশ্চিমা দেশগুলো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102