সোমবার, ২৩ জুন ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

দুগ্ধ শুভ্র চোখে: জেবু নজরুল ইসলামের কবিতা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

কি এমন মায়া কি এমন মমতা
সুপ্রসন্ন দুটি আঁখির গোপন গভীরে
লুকিয়ে রেখেছ তুমি,
মুগ্ধতায় আবৃত থাকে অন্তর
গোধূলির আবিরের মতো,
স্বপ্নের প্রিয়ার ন্যায় এক প্রচণ্ড আকর্ষণ
ঐ দুগ্ধ শুভ্র চোখে।

নিশ্চল নিশ্চুপ ঊর্ধ্ব গগনে
আছে চেয়ে স্থির দুটিআঁখি,
উদাস উন্মনা মন
মুক্ত বলাকার মতো ভেসে চলেছে
নির্জন অসীমে একটু ভালবাসা পেতে।

একাকী বিষণ্ণ মনের নিঃসঙ্গতা
আর মনের আকুতি,
মেঘহীন নীলাকাশের মতো স্পষ্ট
ঐ দুটি চোখের মণিতে।

মুখখানা মনে হয় বিকশিত মৃদুল গোলাপ
পলাশ ছুঁয়েছে যেন তৃষিত অধর,
কোমল মাধুরী প্রচ্ছন্ন চিবুক
শিহরণে দূর দূর করে বুক,
মন চায় তোমার সবুজে মিশে হই
মেহেদি পাতার মত একাকার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102