শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় জমিয়ত নেতৃবৃন্দ শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশে সহায়ক গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত ৭১-এর অপরাধের দায় জামায়াত এড়াতে পারে না— মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনা — ড. এ কে আব্দুল মোমেন

করোনার ভ্যাকসিনের নিশ্চয়তা দিতে পারছে না সরকার: মির্জা ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:

ভ্যাকসিন সম্পর্কে কোনো নিশ্চয়তা সরকার জনগণের সামনে দিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ‘প্রবাসী সরকারের ভূমিকা ও প্রজাতন্ত্র দিবস পালন উপলক্ষে’ এই সভা অনুষ্ঠিত হয়।

ভ্যাকসিন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আজকে যে ভ্যাকসিন দেয়া হচ্ছে, সেই ভ্যাকসিনের সাপ্লাই সম্পর্কে কোনো নিশ্চয়তা সরকার জনগণের সামনে, দেশের সামনে, জাতির সামনে তুলে ধরতে পারছে না। এই মুহূর্তে তারা বলছে যে, আমরা চীন ও রাশিয়ার থেকে ভ্যাকসিন আনার চেষ্টা করছি।

তিনি বলেন, ‘করোনা পলিসি নির্ধারণে, নীতি নির্ধারণে সরকারের কি রকম দ্বিচারিতা। একদিকে তারা বলছে আমরা লকডাউন দিচ্ছি, অন্যদিকে সমস্ত গণপরিবহন খুলে দিচ্ছে, একদিকে বলছে লকডাউন দিচ্ছি, অন্যদিকে শপিংমল-দোকানপাট সব খুলে দিচ্ছে। অর্থাৎ তাদের যে উদাসীনতা, ব্যর্থতা ও অযোগ্যতা এই কারণে আজকে করোনা এই অবস্থায় গিয়ে পৌঁছেছে।

ফখরুল বলেন, প্রতিদিন বিশেষজ্ঞদের কাছ থেকে শুনতে পাই যে, মে মাসের মধ্যে প্রতিদিন নয়‘শ থেকে এক হাজার লোক মারা যাবে।’

দেশের হাসপাতাল ও স্বাস্থ্যখাতের চরম দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আজকে টেস্টের কোনো ব্যবস্থা নেই, হাসপাতালগুলোতে বেড নেই। এমনকি সাধারণ বেড পর্যন্ত নেই। আইসিইউ বেড নেই, কোনো রকম সুব্যবস্থা নেই। দুর্ভাগ্য আমাদের আজকে যখন করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে, গতবছর থেকে যখন আগ্রাসন শুরু হয় তখন থেকেই সরকার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে করোনার দ্বিতীয় টেউ জনগণের জীবনকে সম্পূর্ণ বিপন্ন করে ফেলেছে, তাদের জীবিকাকে বিপন্ন করে ফেলেছে।

জেএসডি সভাপতি আসম আবদুর রবের সভাপতিত্বে ও শহিদ উদ্দিন মাহমুদ স্বপনের পরিচালনায় সভায় নাগরিক ঐক্যে আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সানোয়ার হোসেন তালুকদার, এসকেএম আনিসুর রহমান, সিরাজ মিয়া, তানিয়া রব, ডাকুস সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ বক্তব্য রাখেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102