

বৃটিশ বাংলাদেশি সোস্যাল ও কালচারাল এসোসিয়েশন ইউকে (বিবিএসসি) এর লন্ডনে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সংগঠনের সভাপতি ফখরুল আম্বিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফয়েজনূরের পরিচালনায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, কবি ও সাংবাদিক রহমত আলী, কবি ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, মুক্তিযোদ্ধা গুলনাহার বেগম, সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান শেখ নূরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক হেনা বেগম, ইসি মেম্বার শাহিন মুস্তফা, ইসি মেম্বার কদর উদ্দীন, ইসি মেম্বার রুকন উদ্দিন, ইসি মেম্বার এনাম উদ্দিন প্রমূখ।
সভার শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন ও মহান মুক্তিযুদ্ধে আত্মদান কারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ও তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ব্রিটিশ বাংলাদেশি সোস্যাল ও কালচারাল এসোসিয়েশন ইউকে এর সাংস্কৃতিক সম্পাদক ও ইউকে বিডি টিভির কালচারাল প্রোগ্রাম কো অর্ডিনেটর হেলেন ইসলাম ও ইসি মেম্বার কবি ধনঞ্জয় পালের যৌথ পরিচালনায় সাংস্কৃতিক অনুন্ঠানে কবিতা আবৃত্তি করেন মুনিরা পারভীন, ফয়জুল ইসলাম ফয়েজনূর, ফখরুল আম্বিয়া, ধনঞ্জয় পাল, শাহ শরীফ, মাহমুদ হাসান মিঠু, মুজিবুল হক মনি ও সালমা বেগম প্রমূখ।
নৃত্য পরিবশেন করেন মোহাম্মদ দীপ ও জান্নাতুল ফেরদৌস ডলি। সঙ্গীত পরিবেশন করেন সাদমান সাজিদ, সাইদা নাসিম কুইন, আব্দুল শুকুর ,রাশিদা খাঁন বানু, এনাম উদ্দিন ও রাজিয়া রহমান প্রমূখ।
বক্তাগণ তাদের বক্তব্যে এই বিজয় আমাদের অহংকার। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস বিশ্বময় সঠিকভাবে তুলে ধরার জন্য সকলের প্রতি আহবান জানান তারা। এরই সাথে সম্প্রীতি দেশে বিভিন্ন সংবাদপত্র সহ সাংস্কৃতিক সংগঠনের উপর হামলার তীব্র নিন্দা জানান ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।