পঞ্চগড়ে জেলায় নানান আয়োজনে মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে । মঙ্গলবার( ১৬ ডিসেম্বর) প্রত্যুষে কালেক্টরেট চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক। দুপুরে সরকারি অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া অডিটোরিয়াম চত্বরে আড়ম্বরপূর্ণ তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।
বিজয় দিবস উপলক্ষে শিশুদের জন্য রচনা, আবৃত্তি, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এক প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ইকোপার্ক শিশুদের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে।
এ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় সব মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। একই সঙ্গে সব সরকারি ও বেসরকারি ভবনে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জেলা কারাগার, হাসপাতাল, শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।