শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু সিলেটে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই সংবর্ধিত না ফেরার দেশে বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে সেলিমা রহমান হাবিব ও মাহবুবের সাক্ষাতের রজনী

পঞ্চগড়ে নানান আয়োজনে মহান বিজয় দিবস পালিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ে জেলায় নানান  আয়োজনে মধ্যে দিয়ে  মহান বিজয় দিবস পালিত হয়েছে । মঙ্গলবার( ১৬ ডিসেম্বর)  প্রত্যুষে কালেক্টরেট চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক। দুপুরে সরকারি অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া অডিটোরিয়াম চত্বরে আড়ম্বরপূর্ণ তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।
বিজয় দিবস উপলক্ষে শিশুদের জন্য রচনা, আবৃত্তি, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এক প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ইকোপার্ক শিশুদের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে।
এ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় সব মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। একই সঙ্গে সব সরকারি ও বেসরকারি ভবনে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জেলা কারাগার, হাসপাতাল, শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102