নির্বাচনী আচরন বিধি সংক্রান্ত নোটিশ বা গন বিজ্ঞপ্তিকে আমলে নেননি অনেক প্রার্থী ও তাদের সর্মথকেরা। বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কের উপর নির্মিত গেইট, তোড়ন, ব্যানার , পেস্টুন,প্রচার পত্র, পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি এখনও সরানো হয়নি। ৪৮ ঘন্টা সময় দিয়ে হবিগঞ্জ জেলা প্রশাসন গন বিজ্ঞপ্তি জারি করে এবং প্রতিটি উপজেলা প্রশাসন আলাদা বিজ্ঞপ্তি প্রদান করেন। জাতীয় ভাবে নির্বাচন কমিশন গন বিজ্ঞপ্তি প্রদান করলেও সে আলোকে মাঠ লেভেলে কোনো কাজ হয়নি।
গত ১১ ডিসেম্বর হবিগঞ্জ জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্বাক্ষরিত এক গন বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জ জেলার সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ত্রুয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষিত হয়েছে। উক্ত নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াাল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা সংশ্লিষ্ট সম্ভাব্য প্রার্থী অথবা ব্যক্তিগণকে তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ১৩ডিসেম্বর ২০২৫ শনিবার সন্ধ্যা ৬.০০ টার মধ্যে নিজ খরচে/দায়িত্বে অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। কমিশনের এই সিদ্ধান্ত বাস্তবায়নকল্পে হবিগঞ্জ জেলার সম্ভাব্য নির্বাচনী প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প অপসারণের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উক্ত বিজ্ঞপ্তির সময় সীমা গতকাল সন্ধ্যায় পার হয়ে গেলেও কেউ কর্নপাত করেননি। বিশেষ করে হবিগঞ্জ-১ আসনের ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া স্কয়ার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ন ও জন বসতিপূর্ন এলাকা। কিন্তু অজ্ঞাত কারনে এখনও সেখানে নির্বাচনী প্রচার সামগ্রী বিদ্যমান রয়েছে। গতকাল শনিবার রাত ৯টায় সরজমিন আউশকান্দি কিবরিয়া চত্বরে গিয়ে দেখা যায়, গন বিজ্ঞপ্তি অনুযায়ী কেউ তাদের প্রচার সামগ্রী বা ব্যবহৃত জিনিস পত্র সরাননি।
সেখানে উপস্থিত আব্দুস সাত্তার নামে একজন বলেন, কে শোণে কার কথা, প্রশাসন শুধু গন বিজ্ঞপ্তি জারি করেনি, তারা বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকায় বিষয়টি প্রচার করেছেন, যারা প্রার্থী হিসাবে এসব প্রচারনা করেছেন তারাতো সবাই সচেতন লোক তাদের উচিৎ ছিল সরকারে এই আদেশের প্রতি সম্মান প্রদর্শন করা কারন তারা হবেন দেশের আইন প্রনেতা তারাই যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হন তাহলে কি করে জাতি এগিয়ে যাবেন আপনি বলুন ?
হবিগঞ্জ জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেছেন, যে সব জয়গায় প্রচার সামগ্রী তোলা হয়নি আমরা নিজেরা অপসারণ করবো। আর যারা প্রশাসনের আদেশ অমান্য করেছেন তাদের বিরুদ্ধে যথাযত আইনী পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি।