

১৩ নভেম্বর ঢাকা লকডাউনের সমর্থনে বুধবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার, সকল সহযোগী অঙ্গসংগঠনসহ মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার, পেশাজীবী, আইনজীবী সংগঠন সমুহের উদ্যোগে বুধবার (১২ নভেম্বর) দুপুর ১টায় নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামনে ৪৭ ষ্টীট ও ১ এভিন্যতে অবৈধ ইউনুস সরকারের পদত্যাগ, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পাঁচ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মুক্তিযুদ্ধের পক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে আইসিটিসহ বিভিন্ন মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে আয়োজকদের পক্ষ থেকে দল মত নির্বিশেষে সকল প্রবাসীদের অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।