

পীরগঞ্জে পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে সাধারণশিক্ষার্থী ও চাকরীচ্যুত কর্মচারীদের পরিবারর্গের ব্যানারেমানবন্ধন হয়েছে।
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার শত বর্ষের ঐতিহ্যবাহীপাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ জালাল সাজুর নানা অনিয়ম-দূর্নীতি, স্বেচ্ছাচারিতা, অন্যায়ভাবে কর্মচারীদের চাকরীচ্যুত করা এবং এক বছরেও সাধারণ শিক্ষার্থীদের ১১ দফা বস্তবায়ন না হওয়ায় তার অপসারণের দাবীতে মানবন্ধন হয়েছে।
বৃহস্পতিবার(৭ আগস্ট) বিকালে পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনেসাধারণ শিক্ষার্থী ও চাকরীচ্যুত কর্মচারীদের পরিবারর্গেরব্যানারে এ মানবন্ধন হয়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজু দাায়িত্ব পাওয়া পর থেকেই বিদ্যালয়ের শিক্ষক , শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারী সাথে খারাপ আচরণ করে আসছেন। প্রতিষ্ঠানের দোকান পাটের ভাড়ার টাকা নানা কৌশলে নিজের হস্তগত করে রেখেছেন।নিজের খেয়াল খুশিমত কর্মচারীদের চাকরী থেকে বাদ দিয়েছেন। চাকরী হারিয়ে অনেকে এখন দিশেহারা।
জুলাই গনঅভুথ্থানের পর বিদ্যালয় সংস্কারের সাধারণ ছাত্রদেরপক্ষ থেকে ১১ দফা দাবী জানানো হয়। এক বছর পেরিয়ে গেলেও এর একটি দাবীও বস্তবায়ন করা হয়নি। বিদ্যালয়ের উন্নয়ন সহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ চান তারা।
মানববন্ধ চলাকালে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব আহেমদ সোয়ান, সাংবাদিক বাদল হোসেন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ রুবেল, সাদ্দাম, রাকিব, শিক্ষার্থী নাফিসইকবাল, চাকরীচ্যুত কর্মচারী বনমালি প্রমূখ।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু বলেন , নিয়ম ভেঙ্গে তিনি কিছু করেননি। তার বিরুদ্ধে তুলা অভিযোগ সত্য নয়।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার ওপাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি রকিবুল হাসানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ডিসি আফিসে মিটিং এ রয়েছেন বলে জানান।