মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

পঞ্চগড়ে

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪৮ এই পর্যন্ত দেখেছেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, দেশব্যাপী পরিকল্পিত হত্যাযজ্ঞের বিচার দাবি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগড় জেলা যুবদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
এসময় জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন হোসেন আজাদ, আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট রউস উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ যুবদলের জেলা-উপজেলা ও পৌর শাখার নেতারা বক্তব্য দে
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, এক-দুটি সংগঠন আছে যারা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তারা মুখে লাগাম দেন বলছি। যারা বক্তব্য দেন তাদের বাড়িঘর চিনি। বক্তব্য শালীনভাবে দিবেন না হলে জিভ টেনে ছিঁড়ে ফেলব।
এর আগে জেলার উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে যোগ দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102