বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ঽ সহোদর এর মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২২ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে সম্পদ রায় (৫) ও মহারানী রায় (৩) নামে সহোদর এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১২ টার সময় সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সম্পদ রায় ও মহারানী রায় চামেশ্বরী গ্রামের দয়াল চন্দ্র রায় এর সন্তান বলে জানা যায়।

সুত্র জানায়,  সকালে বাড়ির পাশ্ববর্তী মাঠে কাজ করতে যান দয়াল চন্দ্র রায়। এ সময় তার সাথে ওই দুই শিশুও যায়। দুপুরে বেশ কিছু সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে সন্দেহ হলে আশ পাশের এলাকায় শিশু দুটিকে অনেক খোজাখুজির পরও না পেয়ে উল্লেখিত পুকুরে গিয়ে খোজাখুজি করে পরিবারের লোকজন ও এলাকাবাসী। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ওই পুকুর থেকেই শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুর থেকে মৃত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরিবারিকভাবে অভিযোগ না থাকায় শিশু দুটির সৎকারের জন্য পরিবারটিকে অনুমতি প্রদান করে মরদেহ হস্তান্তর করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102