ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী গত বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর বারডেমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পুর্বে কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ড. আরেফিন সিদ্দিক।
পরিবার সূত্র জানিয়েছেন,অধ্যাপক আরেফিন সিদ্দিকী ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত ৬ মার্চ ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়।
প্রসঙ্গত, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।
আ আ ম স আরেফিন সিদ্দিকীর মহা প্রয়াণে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে আলম ম স আরেফিন সিদ্দিকীর প্রয়ানে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এক যৌথ বিবৃতিতে প্রবাসী নেতৃবৃন্দ। বিবৃতিতে ড.নুরান নবী, এম এ সালাম, ড.প্রদীপ রন্ধন কর, হাজী শফিকুল আলম, ড.বামন দাস বসু, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, রমেশ নাথ, এম ফজলুর রহমান, আখতার হোসেন, সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, ডা. মোহাম্মদ আলী মানিক , নিজাম চৌধুরী, আইরিন পারভীন, মাহবুবুর রহমান মিলন, ওসমান গনি, বিশ্বজিত সাহা, সুহাস বড়ুয়া হাসু, সাংবাদিক হেলাল মাহমুদ, দেওয়ান বজলুর রহমান, এ্যাডভোকেট শাহ মো: বখতিয়ার আলী, রানা হাসান মাহমুদ, কৃষিবিদ আশরাফুজ্জামান, জালাল উদ্দিন রুমী, জাহাঙ্গীর হোসেন, প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, ড. আরেফ চৌধুরী রুবেল, ইসলাম উদ্দিন পংকি,নুরুল ইসলাম বাংগালি,আবদুস শহিদ নান্নু,নূর আলম চৌধুরী, শিরিন আক্তার দীবা, মুজাহিদুল ইসলাম, মাহবুবুর রহমান টুকু,এম এ করিম জাহাঙ্গীর, ফরিদ আলম,শহীদ হাসান, ডা. আব্দুল বাতেন, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, আব্দুর রহিম বাদশাহ, চন্দন দত্ত, মিসবাহ আহমমেদ, এ্যাডভোকেট আব্দুর রহমান মামুন, জাকারিয়া চৌধুরী,কাজী কয়েস আহমেদ, আবুল মনসুর খাঁন, ডেনী চৌধুরী, হিন্দাল কাদির বাপ্পা, ওহিদুর রহমান মুক্তা,শরাফ সরকার, আলমগীর ভূঁইয়া,মুজিবুল মাওলা, মোস্তফা কামাল পাশা,আজিজুর রহমান সাবু, আসাফ মাসূক,আতাউল গণি আসাদ, আলী হোসেন গজনবী, সামসূল আবেদীন, আকতার আহমেদ চৌধুরী,কামাল উদ্দিন,আমীনূল ইসলাম কলিন্স, রেজাউল করিম চৌধুরী, নূর নবী চৌধুরী, শাহান চৌধুরী, হারুন আহমেদ, রফিকুল ইসলাম পাটোয়ারী,আলাউদ্দিন জাহাঙ্গীর, মীর নিজামুল হক,মইনুল হোসেন, নূরুল আফসার সেন্টু, নুরুল আমিন কোতোয়াল,নূরে আলম চৌধুরী,শামীমা তরফদার সূইটি, খোরশেদ খন্দকার,গাজী মো: আলী লিটু, আজহারুল ইসলাম লিটন, ইকবাল কবির, আব্দুল মালেক,মহসিন রিপন, রফিকুল ইসলাম খাঁজা,
কায়কোবাদ খাঁন, সূজন আহমেদ সাজু, এম আনোয়ার, হোসেন সোহেল রানা, কাজী আজিজুল হক খোকন, জুয়েল আহমেদ, এম এ আলম বিপ্লব, তৌহিদ রুহেল চৌধুরী,আবুল কাশেম, টিটু রহমান, আনোয়ার হোসেন, কবি এবিএম সালেহঊদদীন মো:নাসির।
বীর মুক্তিযোধা আব্দুল মুকিত চেীধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ,বীরমুক্তিযোদ্ধা শওকত আকবার রিচি, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারি, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু , বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরকার, বীর মুক্তিযোদ্ধা জুয়েল মোহাম্মদ জামাল , বীর মুক্তিযোদ্ধা মুন্সি বশির উদ্দিন ,আক্তার হোসেন, জামাল হোসেন, শাহিদুল ইসলাম,ইলিয়ার রহমান,সুবল দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা জালালউদ্দিন জলিল, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু ভূইয়া,আশরাফ উদ্দিন , মোল্লা মাসুদ, ইঞ্জি:মিজানুল হাসান, দেলোয়ার হোসেন মোল্লা, টি মোল্লা, উৎফত মোল্লা, জেসমিন আক্তার কহিনুর,আয়েশা আক্তার রুবি,আব্দুল মোসাবির,দেওয়ান সাহেদ চৌধুরী, নুরে আলম জিকু, হাজী আনোয়ার হোসেন লিটন,সিবুল মিয়া, নাদের আলী মাষ্টার,রহিমুজ্জামান সুমন, রিণ্টু লাল দাস, ফরিদা আরভি, আতাউর রহমান তালুকদার, হেলেমউদ্দিন, ইফজাল চৌধূরী, জামাল বস্ক, আলীমউদ্দিন, শারমিন তালুকদার, রাহিমুল হুদা, রুমানা আখতার ,ইঞ্জি: হাসান,মনজুর চৌধূরী,শেখ জামাল হোসেন, মো:মাঈনুদ্দিন, মিজানুর চৌধূর,হুমায়ন আহমেদ চৌধুরী,আরিফুর রহমান আরিফ,ফজলুল কদের চৌধুরী আদর, কামাল হোসেন মিঠু,দেলওয়ার মানিক,জাহাংগীর কবির, গোলাম ফারুক,তারেকুল হায়দার চৌধুরী,মোঃনাজের,নাজিম উদ্দিন,নবী চৌধুরী,শাহজাহান চৌধুরী,এরশাদ ওয়ারেস,মোঃফুরকান.মাসুদ সিরাজী,মহিউদ্দিন খোকন,ইয়াসমিন ফাত্তাহ ঝরনা ও রুমো চৌধুরী।
যুক্তরাজ্য থেকে সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মাদ মকিস মনসুর, বৃষ্টল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ নুরুল ইসলাম, শাহ শাফি সহ বিভিন্ন শ্রেণীপেশার গন মানুষ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।