শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে মাটি কাটার দায়ে আটক ৪

এম এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৯ এই পর্যন্ত দেখেছেন
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নবীগঞ্জ উপজেলার মাধবপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ ব্যক্তিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জরিমানার ১ লক্ষ টাকা আদায় সাপেক্ষে তাদেরকে মুক্তি দেয়া হয়েছে।
সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ধানি জমি থেকে মাটি কেটে বিক্রির হিড়িক পড়েছে। এ ব্যাপারে স্থানীয় ও জাতীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশ হয়।
মঙ্গলবার বিকালে উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার করগাওঁ ইউনিয়নের মাধবপুর এলাকায় ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ঘোলডুবা গ্রামের মৃত হাজী আব্দুল বারিকের ছেলে মোঃ নাজমুল হোসেন নজরুল ধানি জমি থেকে মাটি কেটে পরিবেশ বিনষ্ট করছেন মর্মে অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানকালে ৪ জন শ্রমিককে আটক করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫৷ এর ৬(ঙ) ধারা দঃ বিঃ ১৮৬০ এর ১০৮৬ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।  পরে সাবেক চেয়ারম্যান নজরুল জরিমানার টাকা পরিশোধ করলে আটককৃতদের মুক্তি দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান এর বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102