আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে আল-মদিনা হিলফুল ফুজুল চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় চক্ষু শিবির, খৎনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্ণফুলী এলিট প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে বুধবার (১৫ জানুয়ারি) নগরীর উত্তর পতেঙ্গা এলাকায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহম্মদ মুছা এমজেএফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইপিপি লায়ন নাজমুল হুদা এমজেএফ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজনের পৃষ্ঠপোষক মোহাম্মদ শাহনুর আলম, মোহাম্মদ ইকবাল হোসেন, আবু সাইদ শামু, আনোয়ার হোসেন, মজিবুর হক, মোঃ ইলিয়াস।
মোঃ আরমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জি. কাদের, মোঃ ইলিয়াস কোম্পানি, আব্দুল শুকুর, মনসুর আলম, মোঃ আশ্রাফ, মোঃ নুরুল হক প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের কম ভাগ্যবান মানুষকে বিভিন্নভাবে সহায়তার মাধ্যমে সৌভাগ্যবানের কাতার উন্নতি করতে নিরলসভাবে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।