

স্টাফ রিপোর্টার, রাজনগর: রাজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের কাছে অগ্রণী ব্যাংক লিমিটেড এর এমডি ও সিইও মোহাম্মদ শামস্-উল ইসলামের উদ্যোগে এবং আবুল খয়ের গ্রুপের সহযোগীতায় করোনা রোগীদের জরুরি অক্সিজেন সেবা প্রদানের জন্য ৩০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
১ আগস্ট রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য-সচিব ডাঃ বর্ণালী দাশ এবং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি প্রিয়াংকা পালের কাছে এ অক্সিজেন সিলিন্ডার গুলি হস্তান্তর করেন অগ্রণী ব্যাংক মৌলভীবাজার অঞ্চলের প্রধান রাশেদা আহমেদ স্বপ্না। উক্ত হস্তান্তর অনুষ্ঠানে এমডি ও সিইও শামস্-উল ইসলামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সহকারী ব্যবস্থাপনা পরিচালক শাহানুল ইসলাম সোয়েজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডাঃ ফেরদৌস আহমেদ রাফি প্রমুখ।