বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ে বিজিবির নবনির্মিত বিওপি’র উদ্বোধন অ্যাপার্টমেন্ট কেনার আগে যা জানা জরুরি খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাবেক ছাত্র নেতাদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে নতুন পুলিশ সুপার হিসেবে মোঃ রবিউল ইসলাম এর দায়িত্ব গ্রহণ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আমেরিকান বাংলাদেশি শিশু সার্ভিয়া হাসান ৮ দফা দাবিতে নার্স ও মিডওয়াইফদের প্রতিকী শাটডাউন অনুষ্ঠিত নানা আয়োজনে পঞ্চগড় মুক্ত দিবস উদযাপিত বাসভবনে লুটপাট ও অগ্নিসংযোগের বিচারের অপেক্ষায় এম এ রহিম সিআইপি ওসামা খান সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত

শেখ হাসিনার কাছ থেকে শিখতে চান পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী

বাসস
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৫৫ এই পর্যন্ত দেখেছেন

জনগণের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক কল্যাণ কীভাবে নিশ্চিতকরণ করা যায় সে বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শিখতে চেয়েছেন পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী কে রালা জানামা গুসমাও। মঙ্গলবার (২৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তিমুর লেস্তের দিলিতে গুসমাওয়ের অফিসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, কীভাবে ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত করা যায়- সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমার শেখা দরকার।

বৈঠকে গুসমাও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ পূর্ব তিমুরের মানুষের হৃদয়ে রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক সাফল্যগুলো নিছক কোন ঘটনা নয়, বরং তার প্রতিশ্রুতি ও লক্ষ্যযুক্ত পদ্ধতির কারণে এগুলো অর্জিত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দ্বিপাক্ষিকভাবে সহযোগিতা সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। তিমুরের প্রধানমন্ত্রী এ সকল ক্ষেত্রে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।

রোহিঙ্গা ইস্যুতে গুসমাও বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং সংকট সমাধানে কিছু বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরেন।পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী আগামী বছর বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করলে পররাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তকে উষ্ণভাবে স্বাগত জানান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102