শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় জমিয়ত নেতৃবৃন্দ শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশে সহায়ক গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত ৭১-এর অপরাধের দায় জামায়াত এড়াতে পারে না— মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনা — ড. এ কে আব্দুল মোমেন

জনগণের প্রয়োজনে বিএনপি সব সময় পাশে থাকে: ভাইস চেয়ারম্যান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ. জেড. এম জাহিদ হোসেন বলেছেন, সরকার করোনা নিয়ন্ত্রণে দেশে এক ধরণের লেজে-গোবরে অবস্থা সৃষ্টি করেছে। সরকার যে হারে ভ্যাকসিন দিচ্ছে, তাতে আগামী দুই বছরেও দেশের ৭০ ভাগ জনগোষ্ঠিকে ভ্যাকসিন দিতে পারবে কি না তা নিয়ে সংশয় আছে।

রোববার (১৮ জুলাই) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির করোনা হেল্প সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার দেশের সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যে জাতীয় দুর্যোগ মোকাবেলা করার প্রয়োজন ছিল, সেটা বিএনপি বারবার বলার পরও সরকার কোন উদ্যোগ নেয়নি। কোন কর্ণপাতও করেনি।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। জনগণের প্রয়োজনে বিএনপি সব সময় পাশে থাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জনগণের পাশে ছিলেন, খালেদা জিয়াও যেভাবে জনগণের পাশে ছিলেন, সেভাবে তারেক রহমানের নির্দেশে বিএনপি দেশের প্রতিটি জেলায় জেলায় এবং উপজেলায় করোনা হেল্প সেন্টার ছড়িয়ে দেয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদ, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে ভার্চুয়াল যুক্ত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, জেলা বিএনপির সহ-সম্পাদক আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির প্রবাসী বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সেলুন, প্রচার সম্পাদক মো. ইদ্রিছ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশীদ, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জিএম মোক্তাদির রাজু, জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মাওলানা আব্দুর রহিম মজুমদার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমদ মাহফুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমীর মোহাম্মদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান শিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলু আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জনি আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমদ টিপু।মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে শহরের পশ্চিম বাজার এলাকায় নব নির্মিত অলিউর রহমান মার্কেটে ‘করোনা হেল্প সেন্টার’ স্থাপন করা হয়েছে।

এতে সার্বিক সহযোগীতা করছে মৌলভীবাজার পৌর বিএনপি। এই সেন্টার থেকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, প্রাথমিক চিকিৎসার ঔষধ সামগ্রী, মাস্ক প্রদান করা হবে।

সার্বক্ষণিক সেবা পেতে জেলা বিএনপি ০১৭১১৩০০৬০৩,০১৭১১১৫৬৪২৭,০১৭১৭৬১৬৯৪৯,০১৭১২২৫৮৭১০ নাম্বারে হটলাইন চালু করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102