

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার: মৌলভীবাজার-হবিগঞ্জ এর সাবেক মহিলা সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বেগম খালেদা রব্বানী করোনা আক্রান্ত হয়েছেন।
বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় বেগম খালেদা রব্বানীর পুত্রবধূ তাহমিনা সাদেক বিষয়টি ইউকেবিডি টিভি ডট কমকে নিশ্চিত করেন। তিনি জানান, উপসর্গ থাকায় গতকাল মঙ্গলবার করোনা পরীক্ষা করতে দিলে রিপোর্টে পজিটিভ আসে। আজ বুধবার বিকেলে মৌলভীবাজার সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হবে।পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।