শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় জমিয়ত নেতৃবৃন্দ শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশে সহায়ক গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত ৭১-এর অপরাধের দায় জামায়াত এড়াতে পারে না— মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনা — ড. এ কে আব্দুল মোমেন

বিএসএমএমইউ’র উপ-উপাচার্য হলেন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দীন আহমেদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৮৩০ এই পর্যন্ত দেখেছেন

মোঃ শাহজাহান মিয়া, ঢাকা: বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, বঙ্গবন্ধু মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বি এস এম এম ইউ) এর সার্জারী অনুষদের ডীন ও সার্জিকেল অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. ছয়েফ উদ্দীন আহমদ, এম বি বি এস, এফ সি পি এস, এফ আর সি এসকে একই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়ােগ দিয়েছে সরকার। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মােহাম্মদ আব্দুল কাদের স্বাক্ষরিত আদেশে তাকে তিন বছরের জন্য নিয়ােগ প্রদান করা হয়েছে।

তার গ্রামের বাড়ি মৌলভীবাজার এবং নানা বাড়ি হবিগঞ্জ। বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুরশা খাগাউড়া সাহেব বাড়ির প্রয়াত দেওয়ান মুতিউর রহমান চৌধুরী(হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক) তার আপন নানা ও মুসলিম কোয়ার্টারস্থ প্রয়াত দেওয়ান হাফিজুর রহমান চৌধুরী আপন মামা। তিনি মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের সাহেব বাড়ির কৃতি সন্তান। প্রফেসর ডা. ছয়েফ উদ্দিন আহমদ সপু এর চাচা নাজির উদ্দিন আহমদের নামে নাজিরাবাদ ইউনিয়নের নাম করণ করা হয়েছে। তিনি ছিলেন অবিভক্ত আসাম প্রাদেশিক পরিষদে সদস্য(এমএলএ) ও মৌলভীবাজার লোকাল বোর্ডের চেয়ারম্যান।

বড় ভাই প্রফেসর ড. মুসলেহ উদ্দিন আহমদ তারেক শাহ্ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। অপর ভাই লেখক ও গবেষক সাদেক আহমদ গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, অন্যভাই মোস্তাক আহমদ অপু অত্যন্ত সুনামের সাথে সাংবাদিকতা করেন দেশে। বর্তমানে তিনি যুক্তরাজ্যে সরকারি চাকরিতে কর্মরত আছেন। সব ছোট ভাই জালাল আহমদ রাজু আইন পেশার সাথে জড়িত রয়েছেন। নিজ বাড়িতে স্থাপিত সাহেববাড়ি ফাউন্ডেশনের মাধ্যমে এবং কুরশা খাগাউড়া সাহেব বাড়িতে স্থাপিত দেওয়ান মুতিউর রহমান চৌধুরী স্মৃতি সংসদের মাধ্যমে তিনি প্রতিমাসে বিনামূল্যে দরিদ্র, অসহায় রােগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তিনি একজন সৎ, নিষ্ঠাবান কর্মকর্তা সৃজনশীল ব্যক্তি হিসেবে সুপরিচিত।

পেশাগত নানা গুরুদায়িত্ব পালনের পাশাপাশি নানা পেশাগত সংগঠনের সাথে
জড়িত। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর প্রতিষ্ঠাতা (১৯৮৩) ক্রীড়া সম্পাদক, এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি (১৯৮৮৪-৮৫) এবং স্বাধীনতা চিকিৎসক
পরিষদের কার্যকরী পরিষদের নির্বাচনে (২০০৩) প্রধান নির্বাচন কমিশনার ছিলেন।


তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের তিন বারের সিন্ডিকেট সদস্য, বাংলাদেশ সােসাইটি অব ব্রেস্ট সার্জনস এর সভাপতি, এশিয়ান সােসাইটি অব ব্রেস্ট সার্জনস ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ সােসাইটি অব সার্জনস এবং বাংলাদেশ সােসাইটি অব লেপারােস্কোপিক সার্জনস এর কার্যকরী কমিটির সদস্য। তিনি বাংলাদেশ মেডিকেল এসােসিয়েশন (বিএমএ) এবং বাংলাদেশ মেডিকেল রিচার্স কাউন্সিল (বিএমআরসি) কর্তৃক প্রকাশিত জার্নালের রিভিও প্যানেলের সদস্য।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ সপু নিযুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102