শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় জমিয়ত নেতৃবৃন্দ শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশে সহায়ক গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত ৭১-এর অপরাধের দায় জামায়াত এড়াতে পারে না— মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনা — ড. এ কে আব্দুল মোমেন

টিকাবাণিজ্য বন্ধ করতে হবে: বাসদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

বিনা মূল্যে দেশের সব নাগরিকের জন্য করোনাভাইরাস প্রতিরোধের টিকা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটির নেতারা বলেন, টাকা যাঁর, টিকা তাঁর। এটি কোনোভাবেই হতে পারে না। টিকা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। করোনার সুযোগ নিয়ে টিকাবাণিজ্য বন্ধ করতে হবে। নাহলে আন্দোলন করে দাবি আদায়ে বাধ্য করা হবে।


আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বাসদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন বক্তব্য দেন দলটির নেতারা।


বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ বলেন, ভোটে বিজয়ী না হলেও দেশে একটি সরকার আছে। টিকা আনার দায়িত্ব তাদের। বেসরকারি কোম্পানি কেন টিকা আনার চুক্তি করবে। এমন স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়ে কী হবে? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তো উঠতেই পারে।

বাসদের নেতারা বলেন, করোনাকালে ৬০ থেকে ৭০ শতাংশ মানুষের আয় কমেছে। অথচ নতুন করে সাড়ে সাত হাজার কোটিপতি তৈরি হয়েছে। কিছু ব্যবসায়ী করোনার সুযোগে মুনাফার পাহাড় গড়ছে। দেশে করোনার অ্যান্টিবডি পরীক্ষার উদ্যোগ নেই। শনাক্তের বাইরে অনেক করোনা রোগী আছেন, যাঁদের চিহ্নিত করা যায়নি। এসব না করে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হলে তা বিপজ্জনক হতে পারে। তাঁরা আরও বলেন, সব জিনিসের দাম বাড়ছে। এর মধ্যে আবার জ্বালানি খাতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) মূল্যবৃদ্ধির গণশুনানি হয়েছে। এ মূল্যবৃদ্ধি করা যাবে না।
‘করোনা ভ্যাকসিন নিয়ে বাণিজ্য বন্ধ করো, সরকারি উদ্যোগে সব নাগরিককে বিনা মূল্যে ভ্যাকসিন দিতে হবে, এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি করা চলবে না’, এমন দাবিতে বিক্ষোভ শেষে একটি মিছিল বের করেন বাসদের নেতা-কর্মীরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102