শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :

আম কুড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের সালনা টেকিবাড়ি এলাকায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন। শনিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।একই রুটে অন্য একটি দুর্ঘটনায় আহত হয়েছেন আরোএক নারী। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।নিহতরা হলেন, জামালপুরের বাসিন্দা মোতালেবের স্ত্রী মোরশেদা এবং একই জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বেলতলি গ্রামের হেলালের স্ত্রী সাজেদা আক্তার। নিহতরা সম্পর্কে ফুফু-ভাতিজি।রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ঝড়বৃষ্টির সময় সালনা টেকিবাড়ি এলাকায় আম কুড়াতে যান মোরশেদা ও সাজেদা আক্তার। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই দুই নারী নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পাঁচ দিন আগেই মুর্শেদার সঙ্গে অটোরিকশা চালক মোতালেবের বিয়ে হয়েছিল বলে জানা গেছে।একই দিন সকালে একই রুটে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক নারী। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102