রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :

গাঁজাসহ আটক এসআই কারাগারে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

পাবনা প্রতিনিধি:পাবনা সদর থানা ভবনে এক পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত ফাইল ক্যাবিনেট থেকে সোমবার (২৬ এপ্রিল) ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাবনা সদর থানায় কর্মরত এসআই ওছিম উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পর তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠান হয়েছে।মঙ্গলবার ওছিমকে পাবনা জেল হাজতে পাঠানো হয়। বুধবার বিকেলে এ ঘটনা জানাজানি হয়।পুলিশ জানায়, পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান গোপন সূত্রের মাধ্যমে গত সোমবার জানতে পারেন, সদর থানার এসআই ওছিমের কাছে বেশ কয়েক কেজি গাঁজা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পুলিশ সুপার সদর থানায় গিয়ে এসআই ওছিমের ব্যক্তিগত ক্যাবিনেটে তল্লাশি চালায়। সেখান থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেন এবং এসআই ওছিমকে আটক করেন।পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গাঁজার বিষয়ে এসআই ওছিম সঠিক উত্তর দিতে পারেননি। পাবনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই জিন্নাত আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এছাড়াও অভিযুক্ত এসআই ওছিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তিনি আরো জানান, জেলা পুলিশের ভূমিকা সবার জন্য আইন সমান। তাই পুলিশ বিষয়টি চেপে যায়নি বা ভিন্নখাতে নেয়নি। বরং যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আসতেই হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ প্রধানের কঠোর নির্দেশনা নিয়েই কাজ করছি। অপরাধী সাধারণ মানুষ বা পুলিশ যেই হোক, বিচারের মুখোমুখি তাকে হতে হবে।

এদিকে পাবনা পুলিশ সুপারের এমন ভূমিকায় পাবনার সব পর্যায়ের জনগণ তাকে ও জেলা পুলিশকে সাধুবাদ জানিয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102