রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

কৃষকরা ৭০ টাকার ইউরিয়া সার ১৭ টাকায় পান: পরিকল্পনামন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ২৬১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, কমলগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কৃষকরা সার্বিকভাবে অনেক ভর্তুকি পান। ৭০ টাকার ইউরিয়া সার সরকার ১৭ টাকায় বিক্রি করে। এটা কি ভর্তুকি নয়? কৃষকরা ডিজেল ও বিদ্যুৎ সেচের কাজে ব্যবহার করেন। সেটাও কম দামে দেওয়া হয়।

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর শিববাজার উন্মুক্ত মঞ্চে মণিপুরী মহারাসলীলা উৎসবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মণিপুরী জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। সব জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের আগমনে মণিপুরীদের ঐতিহ্যবাহী রাস উৎসব অনন্য উচ্চতায় পৌঁছে গেছে।

তিনি বলেন, ‘সব ধর্মের মানুষের প্রতি সম্মান রেখে শেখ হাসিনার সরকার কাজ করছে। অসাম্প্রদায়িক দেশ গড়তে সরকার বদ্ধপরিকর।

আলোচনা সভায় মণিপুরী রাসলীলা সেবা সংঘের সভাপতি যোগেশ্বর চ্যাটার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যাম সিংহের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সি, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি আনন্দমোহন সিংহ প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102