

স্টাফ রিপোর্টার, সিলেট:সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন জন শোক প্রকাশ করেছেন। করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মাহমুদ উস সামাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মুহিত মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসকে একজন সজ্জন নেতা ও সফল সংসদ সদস্য ও জনপ্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘সব সময় তাঁর মিষ্টভাষী আচরণ সবাইকে সহজে মুগ্ধ করে তুলতো। একজন সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে জনস্বার্থে জাতীয় ও স্থানীয় যেকোনও বিষয়ে যেমনি তাঁর কন্ঠ সোচ্চার ছিল, তেমনি বাইরেও বিশেষ করে তাঁর নির্বাচনি এলাকা এবং সিলেটের উন্নয়নে তিনি অসামান্য অবদান রেখে গেছেন।’মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাহমুদ উস সামাদ আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। সজ্জন ও জ্ঞানী এ সংসদ সদস্য ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহক। তাঁর মৃত্যুতে সিলেটবাসীসহ জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবককে হারালো।’ ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেস ক্লাব। ক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ মরহুমের রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।এমপির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এক শোক বার্তায় মুক্তাদির বলেন, ‘একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তি হিসেবে মাহমুদ উস সামাদ চৌধুরী শ্রদ্ধাভাজন ছিলেন।’ শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।সিলেট-৩ আসনের সংসদ সদস্যের মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ। চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা ও সহ সভাপতি তাহমিন আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা বলেন, মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি তার রাজনৈতিক আদর্শ ও কর্মের মাধ্যমে সিলেটের জনগণের মনে জায়গা করে নিয়েছিলেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ইউকেবিডি/বা/সিলেট