

স্টাফ রিপোর্টার: সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জয় পাওয়া আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
একই সঙ্গে তিনি হাবিবুর রহমান হাবিবকে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
শনিবার (৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রী সদ্য বিজয়ী হাবিবুর রহমান হাবিবকে এ অভিনন্দন জানান।
মন্ত্রী আশা প্রকাশ করেন, ‘সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বিজয়ী হাবিবুর রহমান হাবিব বঙ্গবন্ধুর আদর্শে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কর্মের মাধ্যমে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। এছাড়া তিনি তার নির্বাচনী এলাকার জনগণের আর্থসামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।
মন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, হাবিবুর রহমান হাবিব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে সমৃদ্ধির অগ্রযাত্রায় উন্নত বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।