শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী ৫ সেপ্টেম্বর রোববার ।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড: খন্দকার মোশারফ হোসেন এর সভাপতিত্বে ও আব্দুল কাইউম চৌধুরী এর সঞ্চালনায় ।

ভার্চুয়াল স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়ল মিন্টু, ভাইস চেয়ারম্যান ড: এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ)  অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা.সাখাওয়াত হাসান জীবন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউস ।

স্বাগত বক্তব্য রাখবেন, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান । 

উল্লেখ্য যে, ২০০৯ সালের এই দিনে জন্মস্থান মৌলভীবাজার থেকে সড়কপথে ঢাকায় আসার সময় আশুগঞ্জে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ৭৭ বছর বয়সে মারা যান সাবেক এ অর্থমন্ত্রী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102