রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :

সিলেট জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আর নেই

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট লুৎফুর রহমান আর নেই।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাকির আহমদ শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৫ জুলাই শারিরীক অসুস্থতা বোধ করায় সিলেট সীমান্তিক ল্যাবে শরীরের নমুনা পরীক্ষা করান। রাতে নমুনার পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। এরপর তিনি নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

দুইদিন আগে হঠাৎ করে আবার অসুস্থবোধ করলে তাকে আবারও ক্লিনিকে ভর্তি করা হলে তিনি মুত্যুবরণ করেন।

আগামিকাল শুক্রবার  দুপুর আড়াইটায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ অনুস্থিত হবে। পরে সিলেটের মানিকপীর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

এদিকে প্রবীণ এই নেতার মৃত্যুতে সিলেটের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102