বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে প্রধান শিক্ষকের উপর হামলা সিলেট-৪ আসনে বহিষ্কৃত ও চিহ্নিত অপরাধীদের নিয়ে আরিফের প্রচারণা কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‘শুধু প্রিয়ংবদার জন্য’ কাব্য গ্রন্থের পর্যালোচনা পক্ষপাতদুষ্ট ও অস্বচ্ছ বিচার প্রক্রিয়া আইনের শাসনকে ব্যাহত করবে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর চার্টার এনিভার্সারি উদযাপিত বিজিবি কতৃক ৬ টি ভারতীয় গরু উদ্ধার ক্বারি নুরুল ইসলাম প্রেসিডেন্ট ও কামরুল ইসলাম সেক্রেটারি নির্বাচিত ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সাথে সুধীজনের মতবিনিময় অনুষ্ঠিত

দাতা সদস্য মনোনীত করার জেরে

নবীগঞ্জে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে প্রধান শিক্ষকের উপর হামলা

নবীগন্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪ এই পর্যন্ত দেখেছেন
নবীগঞ্জ উপজেলার তারনগাওঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগের তদন্ত চলাকালে তদন্ত কর্মকর্তার সামনেই অভিযোগকারী ক্ষিতিশ দাশ, তার ছেলে কিরণ দাশের নেতৃত্বে একদল লোক স্কুলের প্রধান শিক্ষক সুবিনয় পুরকায়স্থ এর উপর অর্তকিত হামলা করেছে। তাকে রক্ষা করতে এগিয়ে আসলে সহকারী শিক্ষক সহ ২ জন আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত শিক্ষক সুবিনয় পুরকায়স্থকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার করগাওঁ ইউনিয়নের তারন গাওঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দাতা সদস্য নেয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ক্ষিতিশ দাশ ও তার চাচাতো ভাই রতীশ দাশের মধ্যে বিরোধ চলে আসছে। কে হবেন দাতা সদস্য এনিয়ে তাদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। এক পর্যায়ে স্কুলের প্রধান শিক্ষক সুবিনয় পুরকায়স্থ দাতা সদস্য হিসেবে রতীশ দাশকে মনোনিত করেন মর্মে উপজেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন ক্ষিতিশ দাশ।
উক্ত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে স্কুলে তদন্তে যান উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তফা কামাল।
তদন্ত চলাকালে পুর্ব পরিকল্পিতভাবে ক্ষিতিশ দাশ ও তার ছেলে কিরণ দাশসহ তাদের দলবল স্কুলের প্রধান শিক্ষক সুবিনয় পুরকায়স্থ এর উপর অর্তকিতভাবে হামলা করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গিয়ে সহকারী শিক্ষক অর্চনা রানী দাশসহ অপর একজন শিক্ষক হামলাকারীদের হাতে আহত হন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনার সাথে জড়িত ক্ষিতিশ দাশ ও তার ছেলে কিরণ দাশকে থানায় নিয়ে আসেন।
স্থানীয় লোকজন আহত শিক্ষকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অর্চনা রানী দাশকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত শিক্ষক সুবিনয় পুরকায়স্থ’কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ ঘটনায় শিক্ষক সমাজের মাঝে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। এদিকে প্রধান শিক্ষক সমিতি, সহকারী শিক্ষক সমাজ, সহকারী শিক্ষক সমিতি উক্ত শিক্ষকের উপর হামলার তীব্র নিন্দা জানান।
সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, যেহেতু অভিযোগের তদন্ত চলছে, তদন্তে শিক্ষক দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষ আছেন। কিন্তু চলমান তদন্তের সময় পুর্ব পরিকল্পিতভাবে প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখ জনক। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102