শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা নিবন্ধিত পঞ্চগড়ে এমপাওয়ার্ড লিভিং শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সম্প্রীতি সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য- আফতাব চৌধুরী নতুন নিয়মে পরীক্ষা শুরু হতে পারে জানুয়ারিতে জালালাবাদ প্রদেশ ঘোষণার দাবিতে মৌলভীবাজারে গণস্বাক্ষর অনুষ্ঠিত রিকগনেশন অফ বাংলা এ্যাজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস-এর কনফারেন্সে অনুষ্ঠিত মনোয়ারুল ইসলাম সভাপতি ও মমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হাকিকুল ইসলাম খোকন সভাপতি ও হেলাল মাহমুদ সাধারণ সম্পাদক পূণঃ নির্বাচিত সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল স্মরণে সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে এমপাওয়ার্ড লিভিং শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২১ এই পর্যন্ত দেখেছেন
বুধবার (১২ ডিসেম্বর) পঞ্চগড় জেলার বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এমপাওয়ার্ড লিভিং শীর্ষক মোটিভেশনাল সেশন এর আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি আত্মউন্নয়ন, নৈতিকতা ও ইতিবাচক চিন্তাধারার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও তিনি শিক্ষার্থীদের নিজের উপর বিশ্বাস রাখতে ও কঠোর পরিশ্রম করে লক্ষ্য অর্জন করতে; সততা, শৃঙ্খলা বজায় রাখতে এবং শিক্ষক-অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে; মাদক, সহিংসতা ও সকল প্রকার অপরাধমূলক কাজ থেকে দূরে থাকতে,  শিক্ষা ও জ্ঞানকে জীবন ও জাতির পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে, ভালো আচরণ ও নাগরিক দায়িত্বের মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখতে উৎসাহিত করেন।
তিনি আরো বলেন, সত্যিকারের ক্ষমতায়ন আসে জ্ঞান, আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক শক্তি থেকে কেবল ক্ষমতা বা পদমর্যাদা থেকে নয়।
এসময়ে উপস্থিত ছিলেন পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সুলতান মাহমুদ, পঞ্চগড় থানার  অফিসার ইনচার্জ  মোঃ আব্দুল্লাহ হিল জামান, পুলিশ পরিদর্শক পঞ্চগড় সদর থানা  আশীষ কুমার শীল, পুলিশ পরিদর্শক (তদন্ত),পঞ্চগড় সদর থানা মোঃ বেলাল হোসেন , পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ট্রাফিক শাখা, শেখ মোঃ আবুল হাসনাত মুসা এবং  বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক ও ছাত্রবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102