

আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ পূর্ণ নির্বাচিত হয়েছেন। নিউইয়র্কের অষ্ট্রিয়ায় এক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য (২০২৬-২০২৮) এ কমিটি গঠন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ।সভায় সর্ব সম্মতিক্রমে অন্যনা পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ সভাপতি কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দিন, সহ-সভাপতি মোঃ নাসির, আলমগীর ভূঁইয়া, বিশ্বজিৎ সাহা, সুহাস বড়ুয়া, দেলওয়ার মানিক, জনপ্রিয় নিউজ পোর্টাল আইবিএননিউজ২৪.কম সম্পাদক আয়েশা আক্তার রুবি, মীর ডিনার হোসেন, একেএম ফায়জুললাহ বাদল, সরদার আল মামুন ও পংকজ রায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, ফিরোজ আহমেদ কল্লোল, আবু ঈসা মনজিল, সারোয়ার হোসেন খান লিটন ও নজরুল ইসলাম স্বপন , সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃপাপপু চৌধুরী।
সভায় কয়েক জন উপদেষ্টার নাম ঘোষণা করা হেয়েছে তাঁরা হলেন কলামিস্ট এমএ সালাম, মানবাধিকার কর্মী ও কলামিস্ট শেহলী পারভীন, কলামিস্ট ড.প্রদীপ রজ্ঞন কর, এবিএম ওসমান গনি প্রমুখ।
সভায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় ।বাংলাদেশে সাংবাদিক,লেখক ও কলামিস্টের উপর সরকারের নিয়ন্ত্রণ, নির্যাতন ও নিপীড়নের ও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়।