বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রিকগনেশন অফ বাংলা এ্যাজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস-এর কনফারেন্সে অনুষ্ঠিত মনোয়ারুল ইসলাম সভাপতি ও মমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হাকিকুল ইসলাম খোকন সভাপতি ও হেলাল মাহমুদ সাধারণ সম্পাদক পূণঃ নির্বাচিত সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল স্মরণে সভা অনুষ্ঠিত এস এ পরিবহন থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১ রবি’র ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার হামজা চৌধুরী পঞ্চগড়ে হিমেল হাওয়ায় শীতের পুর্বাভাস পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার যুক্তরাজ্যে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রবি’র ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার হামজা চৌধুরী

ইউকে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১০ এই পর্যন্ত দেখেছেন

রবি আজিয়াটা পিএলসি’র ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংল্যান্ডের লেস্টার সিটি ফুটবল ক্লাবের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীতে রবি’র করপোরেট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা, ফুটবলার হামজা চৌধুরী, রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম প্রমুখ।

উল্লেখ্য, হামজা চৌধুরী ইংল্যান্ডের লেস্টার সিটি একাডেমি থেকে উঠে আসা প্রতিভাবান একজন মিডফিল্ডার। ২০১৭ সালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হয় তাঁর। তিনি লেস্টার সিটির এফএ কাপজয়ী দলেরও সদস্য ছিলেন। ২০২৪-২৫ মৌসুমে ধারে শেফিল্ড ইউনাইটেডের হয়েও খেলেছেন তিনি।

হামজা চৌধুরীই প্রথম ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন। চলতি বছরের মার্চে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় হামজা চৌধুরীর। জাতীয় দলের হয়ে তাঁর পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে দল এবং দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

১৯৯৭ সালে যুক্তরাজ্যের লেস্টারশায়ার কাউন্টিতে জন্ম নেওয়া হামজার পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবলে।

সংবাদ সম্মেলনে রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা বলেন, “রবি পরিবারের পক্ষ থেকে হামজা চৌধুরীকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের হয়ে খেলার মাধ্যমে হামজা চৌধুরী নিজের শিকড়ে ফিরে এসে দৃঢ় দেশপ্রেমিক চেতনার প্রকাশ ঘটিয়েছেন। রবি’র ‘বিলিভ ইউ ক্যান’ ক্যাম্পেইনের মূল ভাবনাও  আত্নবিশ্বাস, দৃঢ়তা ও দেশপ্রেম। হামজা চৌধুরী আন্তর্জাতিক মর্যাদা ও বাংলাদেশি শিকড়ের সম্মিলনে তরুণদের জন্য নতুন এক অনুপ্রেরণার প্রতীক।”

সংবাদ সম্মেলনে হামজা চৌধুরী বলেন,“রবি আজিয়াটা পিএলসির সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। রবি শুধু একটি ব্র‍্যান্ড নয়, এটি বাংলাদেশের তরুণদের আত্মবিশ্বাস এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক। আমি বিশ্বাস করি, ‘পারবে তুমিও’ এই ভাবনাটি আমার নিজের জীবনের যাত্রাকেও প্রতিফলিত করেÑযেখানে পরিশ্রম, অধ্যবসায় এবং নিজের শিকড়ের প্রতি ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়েছে। বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামা আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত, আর রবির সঙ্গে এই অংশীদারিত্ব আমার সেই যাত্রাকে আরও অর্থবহ করে তুলেছে।”

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102