বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রিকগনেশন অফ বাংলা এ্যাজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস-এর কনফারেন্সে অনুষ্ঠিত মনোয়ারুল ইসলাম সভাপতি ও মমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হাকিকুল ইসলাম খোকন সভাপতি ও হেলাল মাহমুদ সাধারণ সম্পাদক পূণঃ নির্বাচিত সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল স্মরণে সভা অনুষ্ঠিত এস এ পরিবহন থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১ রবি’র ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার হামজা চৌধুরী পঞ্চগড়ে হিমেল হাওয়ায় শীতের পুর্বাভাস পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার যুক্তরাজ্যে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র আয়োজনে

যুক্তরাজ্যে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শাহ মোস্তাফিজুর রহমান বেলাল
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪ এই পর্যন্ত দেখেছেন

রবিবার (২৪ আগস্ট)ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট যুক্তরাজ্যের বার্কিং শহরের পাওয়ারলী ফুটবল গ্রাউন্ডে বিপুলসংখ্যক দর্শক, ঢাকাদক্ষিণবাসী ও ফুটবল সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্টে মোট দশটি টিম অংশগ্রহণ করে।

সর্বমোট ২৭ টি গেইম খেলা হয়, গ্রুপ পর্ব শেষে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হয়, ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নগর গ্রামের ফুটবল টিম ও কানিশাইল গ্রামের ফুটবল টিমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা পুর্ন খেলায় কানিশাইল ফুটবল টিম জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং নগর ফুটবল টিম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

খেলায় অংশগ্রহণকারী টিমগুলো হলো কানিশাইল ফুটবল টিম, নগর ফুটবল টিম, দত্তরাইল ফুটবল টিম, বারকোট ফুটবল টিম, শিলঘাট ফুটবল টিম, রায়গড় ফুটবল টিম, ঢাউস ফুটবল টিম।

টুর্নামেন্টের মুল আকর্ষণ ছিলো বিপুল সংখ্যক নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অংশগ্রহণ তাদের পরিবারের মা বাবার সাথে।

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আয়োজক কমিটির সদস্যরা বলেন আমাদের মুল উদ্দেশ্যই হলো আমাদের নতুন প্রজন্মকে শিকড়ের সাথে সম্পৃক্ত করা।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ নিজাম এবং  সংগঠনের জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্পোর্টস সেক্রেটারি নুরুল ইসলাম কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা বৃন্দের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আতাউর রহমান আঙ্গুর মিয়া, তছউর আলী মাস্টার, নুর উদ্দিন শানুর।

কার্যনির্বাহী কমিটির পক্ষে বক্তব্য রাখেনঃ সংগঠনের সহ-সভাপতি ইয়ামীম দিদার, দেলওয়ার আহমদ শাহান, মোঃ সেলিম আহমদ, ট্রেজারার জাকির হোসেন, সহকারী ট্রেজারার ছাদেক আহমদ, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, মেম্বারশীপ সেক্রেটারি কামরুল ইসলাম, এডুকেশন সেক্রেটারি রায়হান উদ্দিন, সদস্য আবজল হোসেন, খালেদ আজিম উদ্দিন জামাল, ইকবাল আহমদ চৌধুরী, দেলওয়ার হোসেন, জোবায়ের সিদ্দিক, মোহাম্মদ রাজিব।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কবির আহমদ এবং সহযোগিতা করেছেন আরো অনেকে।

টুর্নামেন্টে অন‍্যান‍্যের মধ্যে উপস্থিত ছিলেন টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক কাউন্সিলর সংগঠনের উপদেষ্টা আমিনুর রশীদ খান, বিশ্ব বাংলা অনলাইন নিউজের সম্পাদক লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, অনলাইন বিডি টিভির চেয়ারম‍্যান আব্দুল মোমিন, রেদওয়ান আহমদ, সাংবাদিক অলি রহমান খান, সেবুল আহমদ, অনারারী সদস্য ছালেহ আহমদ, রেদওয়ান খান, মুকিতুর রহমান, শাহজাহান খান, মাকন মিয়া, মিছবাহ উদ্দিন, আব্দুল আহাদ আদন মিয়া, রেজওয়ান শিবলু, ইমরুল হোসেন।

বক্তারা বলেন, ঢাকাদক্ষিণ আমাদের জন্মস্থান তাই শিকড়ের প্রতি ভালোবাসা ও মানবতার কল্যাণে কাজ করার জন্য আমরা সব সময় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেই ভালোবাসা অনুভূতি আর শিকড়ের সাথে সম্পৃক্ত করতে নতুন প্রজন্মকে চেষ্টা করে যাচ্ছে আমাদের প্রিয় সংগঠন ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে।

সৌহার্দ্যপুর্ণ অত‍্যন্ত আনন্দময় পরিবেশে উপস্থিত সকলের অংশগ্রহণে সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে পারায় আমরা উচ্ছ্বসিত ও গর্বিত, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইইকে’র কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

টুর্নামেন্টে স্পন্সর হিসেবে সহযোগিতা করেছেন আব্দুল লতিফ নিজাম, আব্দুল বাছির, জাকির হোসেন, খায়রুল আলম, খালেদ আজিমউদ্দিন জামাল, আনোয়ার শাহজাহান, তারেকুর রহমান ছানু, রয়েল মেজবান।

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল বাছির টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করায় সকল স্পন্সর ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি আব্দুল লতিফ নিজাম আগামী সময়গুলোতেও সকলের সহযোগিতা কামনা করে সবার আন্তরিকতার প্রশংসা করে সমাপনী বক্তব্য রাখেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102