মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

তেতুলিয়ায় ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ৪

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৫ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দেশি অস্ত্রের আঘাতে ৪ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য তেতুলিয়া উপজেলা হাসপাতাল ভর্তি করা হয়েছে।
সোমবার  (৩ নভেম্বর) তেতুলিয়া  উপজেলার বাংলা বান্দা  ইউনিয়নের বাংলা বান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় , উপজেলার বাংলা বান্ধা গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সুবেদার  আব্দুল মালেক এর জমিতে পৈতৃক  জমি দাবি করে একই গ্রামের আইবুল এর জমিতে ধান কাটতে যান। ওই জমি  নিয়ে দুই পক্ষের সঙ্গে  আইনালের বিরোধ ছিল। আজ সকালে আব্দুল মালেক ওই জমিতে ধান কাটতে গেলে আইবুল ও তাঁর লোকজন বাধা দেন। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষে মোজাম্মেলের ছেলে আইবুল( ৫০) তার ছেলে সাব্বির হোসেন(২৫) এবং অন্য পক্ষের মোজাম্মেল এর ছেলে  আব্দুল মালেক ((৬০) ও তার ছেলে মোস্তাক আহম্মদ(৩০) গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে তেতুলিয়া উপজেলা ৫০ শয্যা  হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সোমবার সকালে তেতুলিয়া  মডেল থানা পুলিশের এসআই কমরেশ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনো  থানায় কোন  মামলা দায়ের করা হয়নি।

আহত আইবুলের ভাই আব্দুল আওয়াল জানান, অভিযোগ লিখা শেষ হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102