মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

বিদ্যুৎ বিভ্রাটে নেসকোকে সারজিস এর কড়া হুঁশিয়ারি

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৯ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেতুলিয়ায়  লংমার্চে শেষে পথ সভায়
এনসিপির অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট এর কারণে নেসকোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। একই সাথে তিনি বলেছেন, জনগণের রক্ত চোষা চাঁদাবাজ, সিন্ডিকেট, মাদকচক্র ও দুর্নীতিবাজদের আর ছাড় নয়।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তেঁতুলিয়ার তেঁতুল তলায় এক পথসভায় এ কথা বলেন তিনি। এর আগে দিনব্যাপী চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড় জেলা জুড়ে লংমার্চ করেন তিনি। পরে বাংলাবান্ধার উদ্দেশ্যে রওনা করেন।
পথসভায় সারজিস বলেন, চাঁদাবাজ যারা চুরি করে বড় গলায় কথা বলে তাদের আমরা দেখে নিবো। তাদের কালো দাঁত ও কালসাপের চোখ আমরা উপড়ে ফেলবো। যারা ভালো তাদের ভালো বলবো। তবে খারাপদের আর জায়গা দিবো না।
সারজিস আরো বলেন, জুলাই অভ্যুত্থানে যারা মারা গেছে তারা কেউ রাজনীতিবিদ বা তাদের সন্তান নয়, যারা জীবন দিয়েছে তারা সাধারণ মানুষ, শ্রমিকের সন্তানেরা। অথচ এখন প্রত্যেক জেলায় ৪/৫ জন চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেটকারি, মাদক ব্যবসায়ী, বাটপার রক্ত চুষে খাচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এর আগে সারজিস আলম দুপুর থেকে পঞ্চগড় জেলা শহরের চিনিকল মাঠ থেকে এ লংমার্চ শুরু করেন তিনি। লংমার্চে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা অংশ নেয়। লংমার্চ চলাকালীন পথে পথে সাধারণ মানুষকে সচেতন করতে তিনটি পথসভা করেন তিনি।
চাঁদাবাজ, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির সাথে জড়িতদের কঠোর বার্তা দিতেই এই আয়োজন বলে জানান সারজিস আলম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102