বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত ৭১-এর অপরাধের দায় জামায়াত এড়াতে পারে না— মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনা — ড. এ কে আব্দুল মোমেন শেখ হাসিনা দেশে থাকলে একটি গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকত বর্নাঢ্য আয়োজনে তেতুলিয়ায় ‘চ্যানেল এস টিভির বর্ষপূর্তি উদযাপিত

তেঁতুলিয়ায় বিশ্ব পর্যটন দিবস পালিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ এই পর্যন্ত দেখেছেন
Exif_JPEG_420
‘টেকসই উন্নয়নে পর্যটন’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড় তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস ২০২৫। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নর্থবাংলা ট্রাভেল এন্ড টুরিজমের আয়োজনে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে
এ দিবস উদযাপন করা হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন স্থানীয় পর্যটনপ্রেমী, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিক বৃন্দসহ  বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শোভাযাত্রাটি তেঁতুলিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় তেঁতুলতলায় এসে সমাপ্ত হয়।
সিনিয়র সাংবাদিক এম এ বাসেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া  উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম এ আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুসা মিয়া, তেতুলিয়া  উপজেলা জাগপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,  ছাত্র দলের সাবেক সভাপতি ও তেঁতুলিয়া ইউনিয়ন  বিএনপির সদস্য সাইদুর  রহমান বাবলু, তেঁতুলিয়া সদর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, শালবাহান ইউনিয়ন জাগপার সভাপতি আকবর হোসেন, পঞ্চগড় আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মনোয়ার হোসেন, তেতুলিয়া নর্থবাংলা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এর পরিচালক আহসান হাবীব, যমুনা টেলিভিশন প্রতিনিধি মোহাম্মদ রনি মিয়াজি, তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সাবেক সভাপতি সোহরাব আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হাবীব, তেঁতুলিয়া রিকশা-ভ্যান সমিতির সভাপতি মনসুর আলী।
সভায় নর্থবাংলা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এর পরিচালক মণ্ডলীর সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হিমালয়ের পাদদেশে অবস্থিত তেঁতুলিয়া বাংলাদেশের এক অনন্য পর্যটন গন্তব্য। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মেঘ ছোঁয়া কাঞ্চনজঙ্ঘা, সমতলের চা বাগান, ঐতিহাসিক স্থাপনা ও স্থানীয় সংস্কৃতি – সব মিলিয়ে রয়েছে বিশাল সম্ভাবনা। সরকারের সহায়তা ও স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগে এখানকার পর্যটন খাত আরও এগিয়ে যেতে পারে।
তাঁরা আরও বলেন,  শুধু দৃশ্যমান প্রকৃতি নয়, তেঁতুলিয়ার রয়েছে ঐতিহাসিক গুরুত্বও। বাংলাবান্ধা চারদেশীয় স্থলবন্দর, ঐতিহাসিক তেঁতুলগাছ, ডাকবাংলো পিকনিক কর্নারসহ বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটকদের মুগ্ধ করে। আলোচনা সভায় উপস্থিত বক্তারা পর্যটনকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং পরিবেশবান্ধব উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা বলেন,টেকসই পর্যটন নীতি বাস্তবায়নের মাধ্যমে তেঁতুলিয়াকে দেশের অন্যতম প্রধান পর্যটন হাবে রূপান্তর করা সম্ভব। এছাড়াও তেঁতুলিয়া উপজেলাকে পর্যটননগরী হিসাবে ঘোষণা করতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102