বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত ৭১-এর অপরাধের দায় জামায়াত এড়াতে পারে না— মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনা — ড. এ কে আব্দুল মোমেন শেখ হাসিনা দেশে থাকলে একটি গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকত বর্নাঢ্য আয়োজনে তেতুলিয়ায় ‘চ্যানেল এস টিভির বর্ষপূর্তি উদযাপিত

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মহিলার মৃত্যু

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিএনজি অটোরিকশার সাথে পিক-আপ ভ্যানের সংঘর্ষে রোজিনা বেগম(৩৫) নামে এক নারী (দুই সন্তানের জননী) মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

সিএনজি চালিত অটো রিকশায় ওই নারীর সাথে কলেজ পড়ুয়া ১ মেয়ে ও আট বছর বয়সি ছেলেসহ দুটি সন্তানও ছিল। তবে দৈবক্রমে তারা অক্ষত রয়েছে। নিহত রোজিনার স্বামী সিদ্দিক মিয়া শ্রীমঙ্গল সিন্দুর খান রোড, খাসগাঁও এর বাসিন্দা।

নিহতের ছোট ভাই হান্নান মিয়া জানান, বোন তার স্বামীর বাড়ি থেকে আমাদের গ্রামের বাড়ী কালাপুর শাওন ছড়ায় সিএনজি যোগে আসার পথে শহরের মৌলভীবাজার রোডস্থ ৪ নং পুল সংলগ্ন এলাকায় সিএনজির চাকা ব্লাস্ট হয়ে আরেকটি পিকআপের সাথে ধাক্কা খেলে বোন রোজিনা বেগম গাড়ি থেকে ছিটকে পড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। এ অবস্থায় তাকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।

দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনকারী পুলিশের এসআই সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত নারীর স্বজনেরা ময়না তদন্ত ছাড়া মৃতদেহ দাফনের জন্য চেষ্টা করতেছে। তবে মৃতদেহ এখনো মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102