“বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস” উপলক্ষে অধ্যায় ইয়ুথ অর্গানাইজেশন এর আয়োজনে শ্রীমঙ্গল সরকারি কলেজ অডিটোরিয়ামে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক সুধী জনের আলোচনা এবং শুমারী কর্মসূচী ‘Rise Against Suicide-Vol-2’ শীর্ষক একটি সচেতনতা মূলক কনসার্ট এর আয়োজন করা হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রফি উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হাফিজুর রহমান চৌধুরী তুহিন প্রমূখ।
অধ্যায় ইয়ুথ অর্গানাইজেশন’ শ্রীমঙ্গল মুলতঃ আত্মহত্যা প্রতিরোধ সচেতনতা সৃষ্টি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ইতোমধ্যে ‘Rise Against Suicide-Vol-2’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে মৌলভীবাজার জেলা ব্যাপী শুমারী কার্যক্রম শুরু করেছে।
অধ্যায় মৌলভীবাজার জেলার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর একটি জরিপ পরিচালনা করছে। এই জরিপের মূল বিষয় ছাত্র-ছাত্রীরা কোন ধরনের মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে তা নির্নয় করা।