ব্র্যাক ইউনিভার্সিটিকে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে বৈশ্বিকভাবে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণের জন্য ডিউক অব এডিনবরার আন্তর্জাতিক পুরস্কার ‘এমপাওয়ারমেন্ট’ ট্রফি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকার রাওয়া কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ারের হাতে এই ট্রফি তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। অনুষ্ঠানটি আয়োজন করে ডিউক অব এডিনবরার অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, দুঃসাহসিক কার্যক্রম এবং স্বেচ্ছাসেবার মাধ্যমে যুব উন্নয়নে কাজ করছে।
উল্লেখ্য, আগামীর দায়িত্বশীল নেতৃত্ব তৈরিতে শিক্ষার্থীদের অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ব্র্যাক ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সিয়াল সেমিস্টারটি শিক্ষার্থীদের কমিউনিটি সার্ভিস, নৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং সহানুভূতিশীল হিসেবে গড়ে তুলছে। শিক্ষার এই অনন্য পদ্ধতি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষাকে সমৃদ্ধ করার পাশাপাশি তাদের দৃঢ়তা, দলগত কাজের মানসিকতা এবং সামাজিক দায়িত্ববোধের মতো গুণাবলি তৈরিতে সহায়তা করছে।
অভিজ্ঞতামূলক শিক্ষাই ব্র্যাক ইউনিভার্সিটির মূলভিত্তি। অনুষ্ঠানে নিজের বক্তব্যে বলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। তিনি বলেন, “রেসিডেনশিয়াল সেমিস্টার এবং ডিউক অব এডিনবরারের মতো প্রোগ্রামের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বুঝতে পারে যে, নেতৃত্ব কেবল ক্লাসরুমে শেখার বিষয় নয়। এটি বাস্তব অভিজ্ঞতা এবং অনুশীলনের মধ্য দিয়ে অর্জিত হয়।”
বর্তমানে বাংলাদেশে ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত রয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি ২০২০ সালে এই কার্যক্রমে যুক্ত হয়। এরপর থেকে মোট ৩,১৪৭ জন শিক্ষার্থী এই ফেমওয়ার্কের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছে।
এমপাওয়ারমেন্ট” শীর্ষক এই ট্রফিটি নির্মাণ করেছেন ইতালীয় শিল্পী লরেঞ্জো কুইন। এই ট্রফিটি নির্মাণে তিনি ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম ও স্টেইনলেস স্টিল ব্যবহার করেছেন। কীভাবে এই শিক্ষা কাঠামো তরুণদের নতুন সুযোগ দেয়, তাদের আত্মবিশ্বাসী বৃদ্ধি এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এই ট্রফিটি তারই প্রতীক।
প্রফেসর ফারহাত আনোয়ার আরো বলেন, এই সম্মাননা ব্র্যাক ইউনিভার্সিটির জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৪ (মানসম্মত শিক্ষা) এবং ১৭ (লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব)বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের প্রতিফলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান, ডিউক অব এডিনবরার অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক এবং প্রতিষ্ঠানটির ট্রেজারার তালিতা চৌধুরী। এছাডাও বিভিন্ন শিক্ষাসংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, ফ্রেমওয়ার্কের কো-অর্ডিনেটরবৃন্দসহ স্বেচ্ছাসেবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।