শ্রীমঙ্গল সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমে সহযোগিতা প্রদানের লক্ষ্যে হেল্প ডেক্স চালু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) মৌলভীবাজার জেলা শাখা।
সোমবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বাগছাস এর নেতৃবৃন্দ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করে যাচ্ছেন।
উদ্বোধনী দিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এর মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব ইশিকা ইশা, দেলোয়ার হোসেন পারভেজ, জেলা সংগঠক তারেকুল ইসলাম, সহ-মুখপাত্র অজান্তা মিম।
বাগছাস এর শ্রীমঙ্গল শাখা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আরিফ বক্স, আবেদা আক্তার, তাহারাত রহমান, সাব্বির হোসেন, পনিক আহমেদ প্রমুখ।
বাগছাস এর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব ইশিকা ইশা জানান, আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন এই হেল্প ডেক্স চালু থাকবে এবং শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে সহায়তা করবেন।