

প্রাকৃতিক নৈসর্গের অপরূপ সৌন্দর্যের নীলাভূমি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় হাইল হাওরে দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি করতে বাইক্কা বিলের অন্তর্গত হাইল হাওরে পোনা অবমুক্ত করেছে কাওয়া দিঘী হাওর রক্ষা আন্দোলন।
বুধবার (৩ আগস্ট) দুপুরে হাইল হাওরের পশ্চিমাংশে পোনা অবমুক্ত করন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন। আরো উপস্থিত ছিলেন, পরিবেশ আন্দোলনের নেতা আসম সালেহ সোহেল, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন চৌধুরী, এম খসরু চৌধুরীসহ অন্যান উপকারভোগী এলাকাবাসী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাওরের জীববৈচিত্র্য রক্ষায় মাছের পোনা অবমুক্তকরণ অত্যন্ত জরুরি। এতে একদিকে যেমন দেশি প্রজাতির মাছ সংরক্ষণ হবে, অন্যদিকে হাওর কেন্দ্রিক জীবিকা নির্ভর জেলেদের অর্থনৈতিক অবস্থারও উন্নতি ঘটবে।