

বুধবার (২৭ আগস্ট) বুধবার জেলা প্রশাসকের নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিবুল্লাহ আকন শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে কার্ক্রমের অংশ হিসেবে আশিদ্রোন ইউনিয়নের গোপলাছড়া বালুমহালের তফসিলভুক্ত এলাকা পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম উপস্থিত থেকে প্রশাসনকে সর্বাত্বক সহযোগিতা করে।
এসময় উপস্থিত ইজারাদারকে বালুমহালের তফসিল বহির্ভূত এলাকা এবং মতিগঞ্জ ব্রিজের আশেপাশের নির্দিষ্ট দূরত্বের মধ্যে বালু উত্তোলন না করার জন্য কঠোরভাবে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। পাশাপাশি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মেনে বালু উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) স্পষ্ট করে সতর্ক করেন, এ নির্দেশনা অমান্য করলে ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিবুল্লাহ আকন সংবাদ মাধ্যমকে জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা এবং উপজেলা কর্মকর্তা মহোদয়ের পরামর্শ মোতাবেক আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জির টলারেন্স’। বালু নিয়ে সকল ধরনের অনিয়ম ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করবো না।
তিনি আরও বলেন, এলাকাবাসীকেও এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং আমাদের কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এলাকাবাসীর যে কোন অভিযোগ আমরা আমলে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন জানিয়েছে, এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।