মৌলবি শিক্ষক মোঃ আব্দুল হাকিম ও সহকারী শিক্ষক শেখ ফরিদ স্যার অবসরপ্রাপ্ত বিদায় জনিত সংর্বধনা অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার ফকির পাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার ৬০ বছরের পেশায় মৌলভি শিক্ষক মোঃ আব্দুল হাকিম ও সহকারী শিক্ষক শেখ ফরিদ স্যারের অবসরপ্রাপ্ত জনিত বিদায় সংর্বধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ফকির পাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভায়
ফকির পাড়া দাখিল মাদ্রাসার সুপার জিয়াউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে আবদুল রহিম, শিক্ষার্থী শাহা আলম, আবু সায়েম ও হাবিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তৃব্য রাখেন ফকির পাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মওলানা সফিউল ইসলাম, সহকারী শিক্ষক মৌলবি রফিকুল ইসলাম, মৌলবি নুর মোহাম্মদ, মৌলবি সাইফুল ইসলাম, বিএসসি শিক্ষক
আনোয়ার হোসেন, শিক্ষক খালেকুজ্জামান, সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম, সহকারী সুপার মোঃ ইব্রাহিম, শালবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক কাবুল প্রমুখ।
বিদায়ী সংবর্ধিত শিক্ষক মো. আব্দুল হাকিম এবং শেখ ফরিদ তাদের বক্তব্যে বলেন, ‘আজ আমি নিজেকে সার্থক মনে করি। একজন আদর্শ শিক্ষক হিসেবে আমার সকল ছাত্র-ছাত্রী দেশের এ ক্লান্তি মুহূর্তে আমাকে বিদায় সংবর্ধনা দিয়েছে। এ দাখিল মাদ্রাসা থেকে এর-আগে আর কোনো শিক্ষক সংবর্ধিত হয়নি। যারা এটি আয়োজন করেছেন তাদের প্রতি আমার ভালোবাসা কখনও শোধ করা সম্ভব নয়।