

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সবুজবাগ আবাসিক এলাকার গোপাল জিউর আখড়ার নাট মন্দির প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং কুলাউড়ার ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের চিকিৎসা সেবায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় ২৪০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৪০ জনকে চশমা ও ঔষধ প্রদান এবং ৩৫ জনকে ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মঈনুল ইসলাম, সহ-সভাপতি শেখ রিপন আলী, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইসরাত জাহান ইপা, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, আকাশ মালাকার, কার্যকরী সদস্য জাহিদ হাসান জয়, তোফাজ্জল হোসেন রাকিব, লেবু মিয়া, সামিয়া আক্তার ও সৌরভ পাল প্রমুখ।
ক্যাম্পের সার্বিক দায়িত্বে ছিলেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল এর কুলাউড়ার ক্যাম্প অর্গানাইজার মোঃ আশিকুর রহমান সরকার।