শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় জমিয়ত নেতৃবৃন্দ শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশে সহায়ক গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত ৭১-এর অপরাধের দায় জামায়াত এড়াতে পারে না— মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনা — ড. এ কে আব্দুল মোমেন

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

শহিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩৬ এই পর্যন্ত দেখেছেন

ইংল্যান্ডের এসেক্স কাউন্টির সমুদ্র সৈকত ‘‘ক্ল্যাকটন-অন-সিতে যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসী’র প্রাণের সংগঠন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে (জিসিএ) এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রাণের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য সমবেত হয়ে একাধিক বিলাসবহুল কোচ  ও অগণিত প্রাইভেট কার-জীপে সকলের সেদিনের গন্তব্য ছিল ইংল্যান্ডের জনপ্রিয় সমুদ্র সৈকত ‘‘ক্ল্যাকটন-অন-সি’’ যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শহরে তখন ছিল গ্রীষ্মের উজ্জ্বল রোদ ও সাগরের শান্ত ঢেউয়ের আহ্বান।

আয়োজনকে নিখুঁত করতে গঠিত হয়েছিল একটি শক্তিশালী পিকনিক কমিটি, যারা পেশাদারিত্ব ও আন্তরিকতায় আয়োজনকে রূপদেন একটি উৎসবে।

যাত্রার শুরু থেকে পিকনিক স্পটে পৌঁছার আগ পর্যন্ত কোচে চলতে থাকে গান, কৌতুক, আবৃত্তি, অভিনয়, ধাঁধা ও স্মৃতিচারণ। আড়াই ঘণ্টার দীর্ঘ যাত্রাকালে কোচে বিশিষ্ট শিল্পী তাহসিন বাপ্পি, ডা. রুবেল, তানিম, রুবা হোসেন, নাবিল রহমান, তানভীর খান ও আরো অনেকে গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আসা-যাওয়ার পুরো সময়টাকে ভীষণ উপভোগ্য করে তুলেন। জনপ্রিয় গান ‘‘চলো না ঘুরে আসি অজানাতে’’ দিয়ে শুরু হয় এই মনোমুগ্ধকর যাত্রা।

কোচগুলির নেতৃত্বে ছিলেন মোঃ আলী রেজা, মাসুদুর রহমান, আরশাদ মালেক, রাজ্জাকুল হায়দার বাপ্পী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশনের ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও ট্রাস্টি শওকত মাহমুদ টিপু।

সাগরের নোনাজলে অবগাহন, সৈকতে আড্ডা, খেলাধুলা, ছবি তোলা ও ফেসবুক লাইভে দিনটি হয়ে ওঠে আরো রঙিন। আলী রেজা, ফটোগ্রাফার মোমিন, শওকত ওসমান এবং কুতুবুল আলম ক্যামেরায় স্মৃতিগুলো বন্দি করে রাখেন চিরকাল।

বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় যাঁদের অবদানে অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে ওঠে ব্যারিস্টার মনোয়ার হোসেন, মাসুদুর রহমান, আরশাদ মালেক, শওকত মাহমুদ টিপু, মিসেস মাসুদ, রাজ্জাকুল হায়দার বাপ্পি, মোহাম্মাদ ইসহাক, মোহাম্মাদ কায়সার, ফারজানা খান, শহীদুল ইসলাম, শওকত ওসমান, কুতুবুল আলম, মীরা বড়ুয়া, মাহবুব আলম, এডভোকেট সাইফুদ্দিন খালেদ, সাজ্জাদ, তানিম, পরান, তানভীর, রিদওয়ান, নাবিল রহমান প্রমুখ।

ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, আজকের এই দিন আমাদের জীবনের এক অমলিন স্মৃতি হয়ে থাকবে। যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।

উল্লেখ্য যে , ২০১৩ সালে জন্ম নেয়া জিসিএ এখন ইউরোপে তথা বিশ্বে বাংলাদেশী প্রবাসীদের অন্যতম বৃহত্তম সামাজিক সংগঠন যেটি লন্ডনে ৫টি বৃহৎ আকারের মেজবানের সাথে মিলন মেলা, চট্টগ্রাম উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রামের মেজবানকে ও সংস্কৃতিকে  বহির্বিশ্বে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। এর সঙ্গে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে (জিসিএ) সম্পূর্ণ করেছে অনেক মানবিক কার্যক্রম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102