শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় জমিয়ত নেতৃবৃন্দ শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশে সহায়ক গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত ৭১-এর অপরাধের দায় জামায়াত এড়াতে পারে না— মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনা — ড. এ কে আব্দুল মোমেন

হবিগঞ্জ জেলায় তোলপাড়

আওয়ামীলীগ নেতাদের নিয়ে এনসিপির সভা অনুষ্ঠিত

কিবরিয়া চৌধুরি
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৯৬ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠন সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের প্রথম সারির তিন নেতা।
তারা হলেন – হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা রফিক আহমেদ, সহসভাপতি ও করাব ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল হাই কামাল এবং যুবলীগ নেতা ও হবিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ নূর হোসেনকে।
শুক্রবার (২৪ মে) হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এনসিপির এক মতবিনিময় সভায় আওয়ামী লীগের এ তিন নেতা বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক। হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি আবু হেনা মোস্তফা কামালসহ অন্যান্যরাও।
জানা গেছে, ‘কমিটি গঠনের উদ্দেশ্যে সভা’ শীর্ষক ব্যানারে সভাটির আয়োজন করে এনসিপির হবিগঞ্জ শাখা।
আওয়ামী লীগ নেতা আব্দুল হাই কামালের বক্তব্য দেওয়া অবস্থায় অন্যান্য অতিথিদের মঞ্চে বসে রয়েছেন, সভার এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এনিয়ে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ফেসবুকে অনেকে বিরূপ মন্তব্য করেছেন।
সভায় ফ্যাসিস্ট দলের তিন নেতার অবস্থান নিয়ে জেলা এনসিপি নেতা পলাশ মাহমুদ বলেন, হবিগঞ্জে ৪ আগস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যের নেতৃত্বে ছাত্রজনতার ওপর হামলাকারীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের এনসিপিতে আনা হয়েছে। আমরা এটা মেনে নিইনি। এই সভা বর্জন করে অন্যত্র সভা করছি।
এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক বলেন, জুলাই-আগস্টের চেতনায় বিশ্বাস করে এনসিপির নীতি আদর্শ মেনে যারা কাজ করতে চায় তাদের সঙ্গে আমরা বিগত দিনে বসেছি, আজও বসেছি। তাদের বক্তব্য শুনে যাচাই-বাছাই করা হচ্ছে। এই ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102