শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :

আওয়ামী লীগের মিলন মেলায় পরিণত যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ছেলের বিয়ে

আজিজুল আম্বিয়া, লন্ডন
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ এই পর্যন্ত দেখেছেন

রবিবার (২০ এপ্রিল) লন্ডনের ওটু এরিনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ডাক্তার ফাইয়াজ রহমানের বিয়ে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ প্রবাসী বাঙালি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়।

আওয়ামীলীগ সরকারের মন্ত্রী ও এমপিদের মধ্যে উপস্থিত ছিলেন  সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ও সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পট পরিবর্তনের পর এই নেতারা দেশ ত্যাগ করেন এবং দীর্ঘদিন পর এই বিয়ের অনুষ্ঠানে একত্রিত হন ।

অনুষ্ঠানে লন্ডনের বিভিন্ন অঞ্চলের মেয়র, কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, সুরকার, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। হাজার হাজার অতিথির জন্য আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে খাবার-দাবারে ছিল আভিজাত্যের ছোঁয়া। বাঙালি ছাড়াও ভিনদেশী অতিথিদের উপস্থিতি ও অংশগ্রহণ অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করেছে।

অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন,  এত বড় বিশাল আয়োজনে সবার সমাদর হয়তো ঠিকমতো করতে পারিনি। আমার পরিবারকে এই সময় দেওয়ার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ।

এই বিয়ের অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক এই অনুষ্ঠানে এরকম কেন্দ্রীয় নেতাদের সরব উপস্থিতিতে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা উজ্জীবিত হয়েছেন বলে অনেকে মনে করছেন।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ নব দম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন এবং তাদের আগামীর পথচলার জন্য দোয়া করেছেন। বিয়ের অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের তথা আওয়ামী লীগের মিলন মেলায় পরিণত হওয়ার জন‍্য অনুষ্ঠানের আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুককে ধন্যবাদ জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102