বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

বর্ণিল আয়োজনে ব্র্যাক ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপিত

ফটিয়াস ফাহমিদ
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৪১ এই পর্যন্ত দেখেছেন

উৎসবমুখর আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। বর্ষবরণ করতে মঙ্গলবার (১৫ এপ্রিল)
রাজধানীর মেরুল বাড্ডা ক্যাম্পাসে ছিল বর্ণিল সব আয়োজন। ছিল বাউল সঙ্গীত পরিবেশনা, ঐতিহ্যবাহী
খাবার এবং বাঙালি সংস্কৃতির নানা দিক। বর্ষবরণের সপ্তাহব্যাপী এ আয়োজন চলবে ২২শে এপ্রিল পর্যন্ত।

বর্ণিল শোভাযাত্রা, বৈশাখী মেলা এবং নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সপ্তাহব্যাপী বাংলা নতুন বছরকে বরণ করছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী-কর্মীরা।

এদিন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও প্রবেশপথগুলোকে গ্রামীণ পরিবেশের সাজ দেওয়া হয়। রঙিন ও ঐতিহ্যবাহী
পোশাক পড়েন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা। নারী শিক্ষার্থী ও কর্মীরা ফুলের মালায় সেজে বাড়িয়ে তোলেন উৎসবের
আনন্দ।
সাভারে অবস্থিত রেসিডেনশিয়াল সেমিস্টারের শিক্ষার্থীরা রঙিন আলপনায় পুরো ক্যাম্পাসকে রাঙিয়ে তোলে বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় ছিল হস্তশিল্পের স্টল। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন
শিক্ষার্থীরা।

মঙ্গলবার মেরুল বাড্ডা ক্যাম্পাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড দল বাউলা। অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মীরা। এছাড়াও বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের পরিবেশনা ছিল অনুষ্ঠানে।

সপ্তাহব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতীয় পরিচয়ের এক গুরুত্বপূর্ণ প্রতীক। এই উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে এবং আমাদের সবাইকে একত্রিত করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং অফিস অফ কমিউনিকেশন্স এর ডিরেক্টর খায়রুল বাশার ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102