শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

বাগেরহাটে দুর্গা উৎসবে অংশ নিয়ে বিএনপি নেতার হুশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৯৪ এই পর্যন্ত দেখেছেন

বাগেরহাটে শারদীয় দুর্গা উৎসবের অনুষ্ঠান পরিদর্শনকালে বিএনপির জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, কোনো ব্যক্তি যদি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, তাদের বিএনপি ছাড় দিয়ে নয়। বাংলাদেশ কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং বিএনপি সব সময়ই জনগণের পাশে দাঁড়িয়েছে।

এ সময় তালিম আরো জানান, বিএনপি সরকারেই সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি নিরাপদ ছিল। তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে দাবি করেন, গণতন্ত্র হরণ এবং স্বাধীনতার প্রতি হুমকি সৃষ্টি হয়েছে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ম্যাসেজ পৌঁছানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি দলের নেতাকর্মীরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ রয়েছে। তিনি আশ্বাস দেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বিএনপি সব সময় সচেতন থাকবে এবং জনগণের পাশে থাকবে।

এছাড়া, তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে দুর্গা উৎসবে আর্থিক অনুদানও প্রদান করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102