শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শেখ হাসিনা সরকারের হাইপ্রোফাইল ৭৪ জনসহ গ্রেপ্তার ৩১৯৫

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৯৯ এই পর্যন্ত দেখেছেন

বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে হামলাকারী, হত্যার ইন্ধনদাতা ও নির্দেশ প্রদানকারীদের বিরুদ্ধে অক্টোবরে এখন পর্যন্ত ১ হাজার ৬৯৫টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এ ধরনের গুরুতর অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চলতি মাসেই হাইপ্রোফাইল ৭৪ জনসহ মোট ৩ হাজার ১৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) রাতে পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর শাখার এআইজি ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের ফলে শুধু হামলাকারী নয়, অতীতে রাজনৈতিক দলের ছত্রছায়ায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধেও মামলা দায়ের এবং গ্রেপ্তারসহ আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জনগণকে হয়রানিমুক্ত, জনবান্ধব সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ পুলিশ।

বৈষম্যহীন সমাজ গঠনে চলমান আন্দোলনকে যুগান্তকারী মাইলফলক হিসেবে আখ্যায়িত করে পুলিশ জানায়, এ আন্দোলন দেশের উন্নয়নের জন্য অমিত সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ছাত্র-জনতা এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে পুলিশ সবসময় কাজ করে যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102