বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রিকগনেশন অফ বাংলা এ্যাজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস-এর কনফারেন্সে অনুষ্ঠিত মনোয়ারুল ইসলাম সভাপতি ও মমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হাকিকুল ইসলাম খোকন সভাপতি ও হেলাল মাহমুদ সাধারণ সম্পাদক পূণঃ নির্বাচিত সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল স্মরণে সভা অনুষ্ঠিত এস এ পরিবহন থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১ রবি’র ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার হামজা চৌধুরী পঞ্চগড়ে হিমেল হাওয়ায় শীতের পুর্বাভাস পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার যুক্তরাজ্যে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নেইমারের ফেরা নিয়ে যা বললেন ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ এই পর্যন্ত দেখেছেন

ইনজুরি আর নেইমার যেনো একে অপরের পরিপূরক। ইনজুরির কারণে মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি সময় থাকতে হয় এই ব্রাজিলিয়ান ফুটবলারকে। অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। কিন্তু ইনজুরির কারণে সেখানে নাম নেই নেইমারের। তার বিষয়ে আরও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন দরিভাল।

গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গোড়ালিতে মারাত্মক চোট পেয়েছিলেন নেইমার। ব্রাজিলিয়ান উইঙ্গারকে এরপর যেতে হয়েছে অস্ত্রোপচারের মধ্যে দিয়ে। তারপর দীর্ঘ সময় কেটেছে পুনর্বাসনে। বিশ্রাম কাটিয়ে গত জুলাইয়ে অনুশীলনেও ফিরেছিলেন তিনি। আশা করা হচ্ছিল, অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিল দলে ফিরবেন তিনি। কিন্তু শুক্রবার (২৭ সেপ্টেম্বর) চিলি ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে নেই তার নাম।

সাবেক বার্সা ও পিএসজি তারকার জন্য সবাইকে আরেকটু ধৈর্য ধরতে বলেছেন কোচ দরিভাল। তাকে পুরোপুরি ফিট হিসেবে দেখতে চান তিনি। দল ঘোষণার সময় দরিভাল বলেন, ‘আমরা জানি সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা তার অপেক্ষায় আছি। আমাদের ধৈর্য ধরতে হবে। সে অক্টোবর, নভেম্বর বা ফেব্রুয়ারিতে ফিরবে কি না, সেটা কোনো ব্যাপার না। তাকে আত্মবিশ্বাসী এবং পুরোপুরি ফিট হতে হবে।’

কদিন আগে নেইমারের ক্লাব আল হিলালের কোচ হোর্হে জেসুসও বলেছেন, নেইমার এখনো মাঠে ফেরার জন্য প্রস্তুত নন।

এদিকে ব্রাজিল দলে ফিরেছেন বার্সা উইঙ্গার রাফিনিয়া এবং আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। দলে দুই নতুন মুখ ফরাসি ক্লাব লিওঁতে খেলা আবনের এবং বোটাফোগোর ফরোয়ার্ড ইগর জেসুস।

২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১১ অক্টোবর চিলির বিপক্ষে ১৬ অক্টোবর পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।

গোলরক্ষক: এলিসন বেকার, বেনতো ও এডারসন। রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, আবনের, গিলের্মো আরানা, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস, গ্লিসন ব্রেমারল। মিডফিল্ডার: আন্দ্রে, গেরসন, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রদ্রিগো আক্রমণভাগ: এন্দরিক, ইগর জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, লুইজ হেনরিক, রাফিনিয়া, সাভিনিও, ভিনিসিউস জুনিয়র।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102