রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :

হাসপাতাল থেকে বাসায় সাবেক অর্থমন্ত্রী মুহিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গতকাল বুধবার (১৮ আগস্ট) রাতে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বাসায় ফেরেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক পোস্টে মুহিতের বাসায় সময় কাটানোর কিছু ছবি পোস্ট করেন।

পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত ৯টায় বাসায় ফেরেন ৮৭ বছর বয়সী মুহিত। করোনা থেকে মুক্তি পাওয়ার পর এখন তার তেমন কোনো শারীরিক জটিলতা নেই। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে তিনি খেতে পারছিলেন না। এছাড়া বেশ কিছু জটিলতা দেখা দেয় মুহিতের শরীরে। তবে এখন অনেকটাই সুস্থ তিনি।

করোনার উপসর্গসহ শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় গত ২৫ জুলাই নমুনা দেন মুহিত। পরে সেই নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গত ২৯ জুলাই মুহিতকে চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102